অবতক খবর,৮ মার্চ,শনিবার: বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা। এদিন ইসলামপুর পৌরসভার ১০ নম্বর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ভোটার কার্ড খতিয়ে দেখেন।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়া লাল আগারওয়াল উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ তৃণমূল নেতা জিৎ গাঙ্গুলী সহ যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিক্রম দাস সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দে সরকার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগারওয়াল বলেন জেলার প্রত্যেকটি জায়গাতেই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় দেখা হচ্ছে।
তিনি বলেন কালিয়াগঞ্জে কিছু অমিল পাওয়া গিয়েছে সেগুলো রাজেশ্বরে পাঠানো হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে।