অবতক খবর,৬ মার্চ:  ভুতুরে ভোটার ধরতে মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গেলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ব্যারাকপুর ২ ব্লকের বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের তালবান্দা এলাকায় ২০৬,২০৭ নং পার্টে চারজন ভুতুরে ভোটার ধরলেন আবার নতুন ভোটার দের স্বাগত ও জানান মন্ত্রী। রীতিমতো হতভম্ব ভোটার তালিকা দেখে।

হাতে ভোটার এপিক কার্ড অথচ তালিকা দেখেন তার নাম নেই। বেশ কিছু অজানা নাম রয়েছে তারা এখানকার ভোটার নয়। কেউ জানেন ও না। মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে ভোটার তালিকায় কারচুপি রুখতে পথে নেমেছি। স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা ও কর্মাধ্যক্ষ রা দশ দিন সময় দিয়েছি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে স্কুটিনির কাজ করতে। শহরের পর গ্রাম পঞ্চায়েত গিয়ে বাড়ি বাড়ি স্কুটিনির কাজ করা হবে।