অবতক খবর,২৩ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে চোপড়ার চেতনাগছ এলাকায় নিহত চার শিশুর পরিবারের হাতে ২ লক্ষ্য টাকা করে আর্থিক সাহায্য তুলে দিলো জেলা প্রশাসনের কর্তারা । শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা চোপড়ার চেতনাগছ এলাকায় আসেন।
উপস্থিত ছিলেন চোপড়া বিধায়ক হামিদুল রহমান, মহকুমা শাসক মহম্মদ আব্দুল সাহিদ, চোপড়ার বিডিও সমীর মন্ডল, চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ একাধিক নেতৃত্বরা। এদিন নিহত চার শিশুর পরিবারের হাতে দুই লক্ষ্য টাকা করে চেক তুলে দেওয়া হয়।