অবতক খবর: রাজ্যে নির্যাতিত হচ্ছেন মহিলারা, কিন্তু মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ করছেন না! এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধিবেশন বয়কট করল বিজেপি। বিধানসভার বাইরে থেকে বিজেপি বিধায়করা সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  বিরুদ্ধে। অগ্নিমিত্রা পলের কথায়, “বাংলায় নারীরা সুরক্ষিত নেই। ধর্ষণ-খুনের ঘটনা ঘটছে, না নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বলছেন না। কিন্তু মণিপুরের জন্য কাঁদছেন।” এখন বিধানসভায় বাদল অধিবেশন চলছে।

প্রসঙ্গত, রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে বিজেপির স্ট্যান্ড কি হবে তা নিয়ে গত মঙ্গলবার পরিষদীয় দলের বৈঠক হয়েছে বিজেপির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার নেতৃত্বে বৈঠক করে বিরোধী দল। নিজেদের দাবিদাওয়া নিয়ে বিধানসভায় দাবি, প্রতিবাদ চললেও অধিবেশন অচল করে নয়, এই রণকৌশল নিয়েছে বিজেপি। বৈঠক সেরে বেরিয়ে এমনটাই জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া মণিপুর ইস্যুতে তৃণমূল বিধায়কদের নিন্দা প্রস্তাবের পাল্টা বিজেপির মহিলা বিধায়করা একযোগে মুলতুবি প্রস্তাব আনতে চলেছেন এমন সিদ্ধান্ত জানা যায় ।

মণিপুর ইস্যুতে চলতি অধিবেশনেই তৃণমূল নিন্দা প্রস্তাব আনতে চলেছে। এই ইস্যুতে বিজেপির পদক্ষেপ নিয়ে বিরোধী দলনেতা জানান, ”যদি তাই-ই হয়, তাহলে বলব যে মণিপুর বিচারাধীন বিষয়। সুপ্রিম কোর্ট নিজে তা দেখছে। যদি শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনার সময় বলা হয়, বিচারাধীন বিষয়, তাহলে মণিপুর নিয়েও একই ব্যাপার। আর বাংলায় ক্রমবর্ধমান নারী নির্যাতন নিয়ে আমাদের মহিলা বিধায়করা পালটা মুলতুবি প্রস্তাব আনবেন।”

অন্যদিকে,রাজ্য জুড়ে দিকে দিকে তৃণমূলের  সন্ত্রাস, খুন সহ একাধিক বিষয় নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দেন বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খানের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল।