অবতক খবর,১ অক্টোবর: পুজোর মিউজিক ভিডিও এর গানে এই প্রথম শ্রাবন্তী চ্যাটার্জি। প্রকাশ্যে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির লুক। পুরোপুরি কমার্শিয়াল এই গানে ভিন্ন লুকে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি কে। গানের নাম “জয় জয় দুগ্গা মা”।
গানটি গেয়েছেন শিল্পী অনন্যা চক্রবর্তী। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক রাহুল ভীর কুমার ঘোষ, প্রধান সহকারী পরিচালক হিসাবে রয়েছেন আর চট্টোপাধ্যায়। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন উজ্বল ভট্টাচার্য। গানটির প্রতিটি লাইনে রয়েছে পুজোয় নাচের স্টেপ। কলকাতা শহরে শ্যুটিং হয়েছে এই গানের।
ইতিমধ্যে গানের টাইপোগ্রাফি পোস্টার প্রকাশ্যে এসেছে। আজ প্রকাশ্যে এল অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ফার্স্ট লুক। লাল শাড়ি ও সাদা শাড়িতে অপরুপ লুকে ক্যামেরার সামনে দেখা গেল শ্রাবন্তী চ্যাটার্জিকে। “সান ভেঞ্চার” এর ব্যানারে সানি খান ও অনুপ সাহার প্রযোজনাতে মুক্তি পাবে এই গান।
এর আগে প্রযোজক সানি খান ও অনুপ সাহার প্রযোজনাতে শ্যুটিং শেষ হয়েছে অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর নতুন ছবি “১০ই জুন”।
আগামী কয়েক দিনের মধ্যে মুক্তি পাবে এই গান।