অবতক খবর,১৭ মেঃ শ্রমিক স্বার্থে সবসময় লড়াই ময়দানে থাকেন ব্যারাকপুরের লড়াকু সাংসদ অর্জুন সিং। নানান সময় এই শ্রমিকদের স্বার্থে বিভিন্ন জুটমিলের গেটের সামনে পথসভা করে লড়াইয়ের ডাক দান সাংসদ। আজ ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের গেটের সামনে শ্রমিকদের ওপর জুলুমবাজির প্রতিবাদে জুট টেক্সট টাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে এক পথসভার আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সংসদ অর্জুন সিং, তৃণমূল যুবনেতা মন্নু সাউ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় অন্যান্য তৃনমূল নেতৃবৃন্দ। সাংসদ বলেন, মিল মানেজমেন্টের সাথে মিলে কিছু অসাধুচক্র মিলের ভেতরে শ্রমিকদের ওপর জুলুমবাজি চালাচ্ছে। আমরা দীর্ঘদিন লড়াই করে শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া পাইয়ে দিয়েছি। শ্রমিকদের স্বার্থে আমি সব সময় লড়াই করেছি, আগামী দিনে ম্যানেজমেন্ট কে বোঝাতেও আমি আন্দোলনে পথে থাকবো।