অবতক খবর,৬ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের পানবরিয়া মিলন উৎসব প্রাঙ্গনে গত ২রা জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী মিলন উৎসব মেলা শুরু হয়েছে। এই উৎসব মেলায় বিভিন্ন নাচ গান রক্তদানশিবির, বস্ত্র বিতরণ, সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এই উৎসবে চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।।
মিলন উৎসব মেলা উপলক্ষে আজ
মিলন উৎসব মেলার কমিটির পক্ষ থেকে আজ পানবডেয়া মিলন উৎসব প্রাঙ্গন সংলগ্ন এলাকায় বিভিন্ন বয়সের মন্তেশ্বর , মেমারি , ভাতার সহ বিভিন্ন ব্লকের প্রায় ৫০জনের উপর ছাত্রছাত্রীদের নিয়ে একটি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলন উৎসব মেলার আয়োজনের কর্মকর্তাদের পক্ষে তন্ময় ব্যানার্জি, পূর্ণচন্দ্র ব্যানার্জিরা জানান
আমাদের উৎসব মেলা ৭তম বছরের পদার্পণ করে।
এই উৎসব মেলা উপলক্ষে প্রত্যেকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকলেও সংগীতা অনুষ্ঠান
প্রতিযোগিতা আলাদা একটি তাৎপর্য , কারন সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান গ্রামবাংলায় সাধারণত হয় না । গ্রাম বাংলার ছেলেমেয়েদের মধ্যে সংগীতের অনেক প্রতিভা লুকিয়ে আছে ।
সঙ্গীত প্রতিযোগিতা গ্রামবাংলায় বিভিন্ন অনুষ্ঠান না হওয়ার জন্য সংগীতের প্রতিভাবান অনেক ছেলেমেয়ে হারিয়ে যাচ্ছে। তাই এলাকার ভালো ভালো সংগীত প্রতিভাদের প্রকাশ করার লক্ষ্যে তাই মিলন উৎসব মেলা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগীত প্রতিযোগিতার মাধ্যমে একটি শিক্ষামূলক অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক সহ বাইরে থেকে আসা সংগীত প্রতিযোগিতার বিচারকরা।
এই সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানঅধিকারী সফল ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে বলে জানান উৎসব কমিটি কর্মকর্তারা ।