সুরমা নদীর গাঙচিল, নীল আকাশের বুকে শঙ্খচিল যে আজীবন গেয়ে গিয়েছিল মানুষের গান

মিরাশী গাঁয়ের গানপাগলা পোলা
তমাল সাহা

সিলেটের মিরাশী মোকামের পোলা,
আছে তো ঝাঁকড়া চুলের বাহারখান!
জমিদারি ঠাঁটবাট ফালাইয়া নয়া বাংলা গড়ার লিগা ঘরবাড়ি ছাইড়া পালাইয়া যান।
পুঁজি শুধু তার জলজীবন ভাটিয়ালি লোক আর গণগান!
দেহ তরী দিলাম ছাড়ি ও গুরু তোমার নামে
পদ্মা কও, কও আমারে মন বালুচরী কাইন্দা মরে আমি যামু কোন গেরামে!

গান আবার হয় নাকি প্রতিবাদের, হয় নাকি শ্রমজীবীর, শ্রেণী সংগ্রামের গান?
আপনে দেখি দিলখোলা গলায় একটার পর একটা গাইয়া যান!

ভেদী অনশন মৃত্যু তুফান
সোনা বন্ধুরে! ভাটিয়ালি গাইয়া আগায় জলযান
জেল খাটেন কতবার, পাতলা শরীর মজবুত আপনের কইলজা খান।
সেলাম চাচা! শুনাইবেন নাকি নীল আকাশ বুকে শঙ্খচিলের গান
হবিগঞ্জের জালিল কবুতর একবার গাইবেন নাকি?
আপনের গান শোননের লিগা তৈরি আমাগো কান দুইখান।
ইন্টারন্যাশনাল কন্ঠে লইয়া কেমন কইরা এমন মাতেন, মাতান
উড়াল দিয়া উড়ান দিয়া তোলপাড় করেন হৃদয় খান!
জন ব্রাউনের দেহ শুয়ে সমাধি তলে
পরান উথলিয়া কত কী যে বলে!
কিষান ভাই তোর সোনার ধানে বর্গী নামে
গলাখান রে এমন কইরা বাঁধলেন কেমনে সরগমে?

গাইতে গাইতে কল্লোল তীর নাটকেও সুরকার হইয়া যান
লাল লন্ঠনরে চীনা সুর দিয়া এ কোন জাদু বানান!

তেভাগা তেলেঙ্গানায় কাকদ্বীপে নৌবিদ্রোহে
আপনে বাইচ্যা থাকেন গানের অস্ত্র হাতে।
আমরা বুঝি মাউন্টব্যাটেন সাধের ব্যাটন কারে তুইল্যা দিছে এই স্বাধীন ভারতে।

জনগায়ক মরে নাকি?
মিটিংয়ের আগে এখনো প্রজন্ম গায় আপনের গান
নেতারা বক্তৃতা দিতে দিতে কত মারাত্মক ভাষণ দেন, আপনার গানের মর্ম ভুইল্যা যান!