অবতক খবর,১৫ ডিসেম্বর: মিনিকেট (g.r) দেওয়াকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বড়ঞায়, কৃষকদের উদ্দেশ্যে সরকারি মিনিকেট বিত্তরন কে কেন্দ্র তৃণমূলের জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য,ও রামধনু জোট এই দুপক্ষের মধ্যে তৈরি হচ্ছে চাপা উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিশ বাহিনী।
প্রসঙ্গ আজ কৃষি দপ্তরের পক্ষ থেকে মিনিকেট দেওয়া হবে, এই মিনিকেট মূলত চাষীদের দেওয়া হয় ধান ও সরষের বীজ কিন্তু সেই নিকের চাষিরা নামে নেতারা পেয়ে যাচ্ছে অভিযোগ এমনটাই অভিযোগ বড়ঞা পঞ্চায়েত সমিত ির শাসক দলের জয়ী সদস্যদের। তাদের অভিযোগ বড়ঞা পঞ্চায়েত সমিতি বিজেপি কংগ্রেস সিপিআইএম ও তৃণমূলের একটি অংশ মিলে গঠিত হয়েছে আর এই পঞ্চায়েত সমিতির বোর্ড কৃষকদের মিনিকেট হজম করে নেওয়ার চেষ্টা করছে সেই কারণেই যাতে কৃষকরা তাদের ন্যায্য সামগ্রী পাই সেই জন্যই আজ এই জমায়েত,আজকেই হবে মিনিকেট বিত্তরন, বিতরণ করা হবে বড়ঞা কৃষক বাজারে