১লা ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সরস্বতী পুজো বাঙালির বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বাঙালির একটি উৎসব বা পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তাই এই সরস্বতী পূজা আগামী ২০শে মাঘ সোমবার অনুষ্ঠিত হবে।

সরস্বতী পূজা আর মাঝে একদিন বাকি থাকতে আজ অনেক মণ্ডপে সরস্বতীর প্রতিমা এসে গেলেও, আর অনেক মন্ডপে আসার পথে আগমন করছেন। তার জন্য সরস্বতী প্রতিমার তৈরীর কাজ সম্পূর্ণ হয়ে গেছে বলে জানান এলাকার এক মৃৎশিল্পী মহাদেব মাঝি। তিনি আরো জানান একে একে সরস্বতী প্রতিমা মন্ডপে চলে যাচ্ছে।

কয়েকদিন ধরেই আবহাওয়া মেঘাচ্ছন্ন ভাব থাকার সত্বেও সরস্বতী প্রতিমার অনেক মণ্ডপ সম্পূর্ণরূপে এখনো তৈরি হয়নি, আবার অনেক মন্ডপের তৈরীর কাজ সম্পূর্ণ হয়ে গেছে।বলে জানান মন্তেশ্বরের ঐক্যতান ক্লাবেরএক কর্মকর্তা । আজ সকাল থেকে মন্তেশ্বর এলাকায় আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকায় সরস্বতী পুজোর আনন্দ উৎসব করার ক্ষেত্রে ইস্কুল কলেজের ছাত্র ছাত্রীদের চিন্তা থাকলেও তারা এই পুজোয় খুব আনন্দ উৎসাহের সঙ্গে এই পূজা উপভোগ করার জন্য তৈরি বলে জানান ছাত্র-ছাত্রীরা।

এই সরস্বতী আরাধনার দেবী
সারা বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে ছাত্র-ছাত্রীরা।তারা নতুন জামা কাপড় পড়ে মন্ডপে মন্ডপে সরস্বতী প্রতিমা দর্শন করে আনন্দ উপভোগ করবে বলে জানান ছাত্র-ছাত্রীরা। তাই এই সরস্বতী পূজার সময় যদি আবহাওয়া খারাপও থাকে তাহলে তাদের মন ভারাক্রান্ত হলেও আনন্দ উৎসব থেকে বঞ্চিত হব না বলে জানান স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।