অবতক খবর,২১ মে: ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আসন্ন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজয় সংকল্প সভায় মেছাদাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।হলদিয়ার বিধায়িকাকে ঘিরে বিক্ষোভ নিয়ে শুভেন্দু আধিকারী বলেন সব আই প্যাকের চিটিংবাজ চোর গুলো করাচ্ছে,এরা কুকুর প্রজাতির। অপরদিকে *অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে নির্বাচনী আচরণবিধি লংঘন করায় দোষী সাব্যস্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। ২৪ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের* এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন নির্বাচন কমিশনের কোন সিদ্ধান্ত নিয়ে কিছু বলবো না। তবে মমতা ব্যানার্জির উপর নিচে থাকা আগে জারি করা উচিত নির্বাচন কমিশনের। মমতা ব্যানার্জি যেভাবে সন্দেশখালীর মহিলাদের রেটের কথা বলেছেন, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর উপরও হওয়া উচিত। অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি মমতা ব্যানার্জির কথার প্রত্যুত্তরে তিনি ওই উক্তি করেন। ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা। ভারত সেবাশ্রম খারাপ রামকৃষ্ণ মিশন খারাপ, এসব শুনলেও নির্বাচন কমিশন চুপ করে থাকছে। ইলেকশন কমিশন কি তখন ঘুমায়? মা বেটার জন্য এক রকম আইন আর অভিজিৎ গাঙ্গুলীর জন্য কি অন্য রকম আইন?