অবতক খবর,১ অক্টোবর,নববারাকপুর :বাঙালির প্রিয় শারদ উৎসব দোরগোড়ায়। বিভিন্ন ক্লাব সংগঠন ব্যস্ত প্যান্ডেল তৈরিতে।কলকাতা উত্তর শহরতলিকে টেক্কা দিতে প্রস্তুত জেলার বিভিন্ন বিগ বাজেটের থিমের দুর্গাপুজো মন্ডপে। উত্তর ২৪ পরগনা জেলার নববারাকপুরে ও বেশ কিছু ক্লাব সংগঠনের দুর্গাপুজো ভালো সাড়া ফেলেছে থিমের অভিনবত্বে প্রতিমা রূপদানে।নতুন রুপে মা আসছেন এই ভাবনাকে সামনে রেখে জাকজমক ভাবে রবিবার সকালে আমতলা মোড়ে খুঁটিপুজো করল নববারাকপুর পুরসভার ১২ নং ওয়ার্ডের চারের পল্লী সার্বজনীন ৬৫ তম বর্ষের দুর্গাপুজোর খুঁটিপুজো।এবছর চমক কৃষ্ণনগরের মাতৃ প্রতিমা অপরুপ রুপদান।মৃৎ শিল্পী সুদীপ্ত পাল।খুঁটিপুজো উদ্বোধন ঘিরে পল্লী বাসির সংগঠনের মহিলা সদস্যদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রথা মাফিক পুরোহিত মন্ত্র উচ্চারণে ঢাক কাশী ঘন্টা বাজিয়ে খুঁটিপুজো হল।

মহিলাদের উলু ধ্বনি ও শঙ্খ ধ্বনি বেশ ভালো সাড়া ফেলল দেবি মায়ের আগমনের কিছু দিন আগেই। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান তথা প্রধান উপদেষ্টা প্রবীর সাহা, চিকিৎসক ডাঃ নিতাই পদ রায়, পুজোর প্রধান পৃষ্ঠপোষক তথা পুর প্রতিনিধি সুদীপ ঘোষ, পুজো কমিটির সভাপতি প্রদ্যুৎ পাল, যুগ্ম সম্পাদক শুভদীপ বোস, মিঠুন দে প্রমুখ। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন খুঁটিপুজোর মধ্যে দিয়ে পুজোর আমেজ চলে আসে। বাংলার শারদ উৎসবের আমেজ। খুঁটিপুজো আধুনিক কালচার। এটা ভাল দিক। সব পরিবার গুলো এককাট্টা করেচার পাচ দিন উৎসবের আমেজে আনন্দে মাতবে। সুন্দর ভাবে পৌছাবে ।পুজোর উৎসব।আরো বেশি মনোরম হবে। পুজোর যুগ্ম সম্পাদক শুভদীপ বোস জানান নবীন ও প্রবীণের মেলবন্ধন হবে এবছর। সকলে একত্রিত ভাবে সুন্দর পুজো করব। ৬৫ তম বর্ষের ভাবনা মা আসছে নতুন রূপে। নতুন উপস্হাপনা। কৃষ্ণনগরের মৃৎ শিল্পী মায়ের রুপদানে থাকবে চমক। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা সংগঠনের পক্ষ থেকে এলাকায় সামাজিক সচেতনতায় ব্লিচিং পাউডার ছিটিয়ে মশার তেল স্প্রে করা হয়েছে। ১২নং ওয়ার্ডের পুর প্রতিনিধি যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করেছেন।