অবতক খবর,৩১ আগস্টঃ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে অশান্তির আগুন লেগেছিল রিষড়ায়।পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় পুলিশ প্রশাসনকে।রিষড়া মৈত্রী পথ যেখানে অশান্তির আঁচ লেগেছিল,সন্ধা বাজার,চার নম্বর রেল গেট অশান্ত হয়।রাজ্যপাল এসে শান্তির বার্তা দিয়ে যান।২ ও ৩ রা এপ্রিল পরপর দুদিন সেই ঘটনার পর পাঁচ মাস পেরিয়ে গেছে।রিষড়া থানা এলাকাকে সার্কেল তৈরী করে একজন ইন্সপেক্টরকে নিয়োগ করা হয়েছে।
রিষড়া এখন শান্ত। রিষড়া থানার পক্ষ থেকে পালিত হল
সম্প্রীতির রাখি বন্ধন। রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়কে মিলিয়ে দিল পুলিশ।বোনেরা ভাইদের রাখি পড়িয়ে দেয়। থানার সামনে রাখী বন্ধন মিষ্টিমুখ করার পাশাপাশি এবি রোড,এনএস রোড, বাগখাল সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত রাখী বন্ধন।রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিয়ালী বিশ্বাস ও সার্কেল ইন্সপেক্টর প্রবীর দত্তর উপস্থিতিতে এদিন পথ চলতি মানুষদেরও রাখী পড়ানো হয়। রাখি বন্ধন উৎসবে সামিল হন আট থেকে আশি।