অবতক খবর,১৬ ডিসেম্বর: বড়দিনের আগে রবিবার সন্ধ্যায় নববারাকপুর মাসুন্দা শ্রী অরবিন্দ একাডেমী কিন্ডার গার্টেন স্কুলে কিডস কার্নিভাল আনন্দোৎসবে মজাদার অনুষ্ঠানে খুদে পড়ুয়াদের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সান্তাক্লজ টুপি ক্রিসমাস ফুডস্টল বিশেষ সেলফি জোন নাচ ছড়ার কাজ আনুষঙ্গিক উপকরণ বস্তু দিয়ে উত্তেজনাপূর্ণ খেলার মধ্যে দিয়ে খুদে পড়ুয়া, অভিভাবক এবং বিদ্যালয়ের সহ শিক্ষিকারা মেতে উঠেছিল এদিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাশ্বতী দাস জানান বড়দিনের আগে খুদে পড়ুয়া, অভিভাবক সাথে নিয়ে আনন্দোৎসবে খুব মজা করা হল। বিদ্যালয়ের প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো হয়েছিল। অভিভাবকরা বিদ্যালয়ের দীর্ঘ পথ চলার অভিজ্ঞতার কথা শোনালেন।

বিদ্যালয়ের পঠনপাঠন পরিবেশ সাংস্কৃতিক কর্মকান্ড খেলাধূলো কথা তুলে ধরেন। নানারকম ফুডস্টল, বাচ্চাদের গেম জোন বিশেষ সেলফি জোন সান্তাক্লজ নাচ গান ছড়া টাং টু স্টার মজাদার অনুষ্ঠানে আনন্দ উপভোগ করা হয়। বাচ্চারা সবসময় হাসিখুশি থাকুক। যত বেশি হাসঁবে খেলবে তত বেশি বাড়বে। স্বাস্থ্য কর বিনোদনে আনন্দ উপভোগে।