অবতক খবর,২৭ সেপ্টেম্বর,মালদা:- মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে আবারো চুরি। এক রোগীর মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যুবক। এরপর মোবাইল চোর সন্দেহে চলল গণধোলাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। জানা যায় মালদার বৈষ্ণবনগর থানার চিনা বাজার এলাকার বাসিন্দা আবদুল্লা মুসলেহুদ্দিন চিকিৎসার জন্য গ্রামের এক অসুস্থ রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর বিভাগে নিয়ে এসেছিলেন। ছবি তোলার লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক যুবক তার পকেট থেকে মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। বিষয়টি তিনি জানতে পেরেই দৌড়িয়ে গিয়ে ওই যুবককে ধরে ফেলে।

অভিযোগ এরপর হাসপাতালে আসা চিকিৎসার জন্য রোগীর অন্যান্য আত্মীয় এবং যুবককে ধরে ফেলে মারধোর শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ ওই যুবককে চিকিৎসার ব্যবস্থা করে। পুরো ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা করাতে আসা অন্যান্য রোগীরা জানান, সাধারণ গরিব মানুষ এখানে আসে, চিকিৎসা করাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। হাতে কিছু টাকা এবং যোগাযোগ রাখার জন্য কেউ মোবাইল নিয়ে আসছেন। কিন্তু আউটডোরে বারবার চুরির ঘটনা ঘটছে তাহলে আমরা যাব কোথায় আমাদের নিরাপত্তা কোথায়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টির দিকে নজর দিক বলে দাবি জানিয়েছেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল সূত্রে জানা গেছে ইতিমধ্যে আউটডোর বিভাগে আগের তুলনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।