অবতক খবর,১ ডিসেম্বর : এক অভিনব কায়দায় এদিন বিশ্ব এইডস দিবস পালিত হলো।বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে এক সচেতনতামূলক পথ নাটিকা অনুষ্ঠিত হল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়ের ছাত্রীরা এই পথ নাটিকা প্রস্তুত করেন। তাদের প্রচেষ্টা ও উদ্যোগে এই পথ নাটিকা জন সমক্ষে পরিবেশিত হয়। তারাই এই পথনাটিকা পরিবেশন করেন। এইচআইভি, এইডস নিয়ে রোগী, রোগীর আত্মীয় এবং সাধারণ মানুষকে সচেতন করা হয় এই পথ নাটিকার মধ্যে দিয়ে। কিভাবে এই রোগীর সংক্রমণ ঘটে, এর উপায় সহ বিভিন্ন বিষয় পথনাটিকার মধ্যে দিয়ে তুলে ধরা হয়।
ABTAK EXCLUSIVE