অবতক খবর,১৯ ডিসেম্বর,মালদা:- কাটাছেঁড়া ছাড়াই চোখের রেটিনার স্তর পরীক্ষার জন্য মালদা মেডিকেলে বসল অত্যাধুনিক মেশিন। মালদা মেডিকেলের বর্হিবিভাগে ওসিটি অ্যাঞ্জিওগ্রাফি মেশিনের উদবোধনে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায়, মেডিকেল সুপার প্রসেনজিৎ বর, মালদা মেডিকেলের চক্ষু বিভাগের প্রধান নির্মল কুমার শাশমল, রেটিনা ক্লিনিকের ইনচার্জ ডাঃ অনিন্দ্য গুপ্ত সহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা।

মেডিকেলের তরফে জানানো হয়েছে, মালদা মেডিকেলে রেটিনার সমস্যা নিয়ে প্রচুর মানুষ মালদায় আসেন। এতদিন এই মেশিন না থাকায় রোগীদের সমস্যায় পড়তে হত। বাইরে থেকে এই পরীক্ষা করাতে মোটা টাকা খরচ হত। এখন থেকে সাধারণ মানুষ এই পরিষেবা মালদা মেডিকেল থেকে বিনামূল্যে পাবেন। সম্ভবত উত্তরবঙ্গের সরকারি হাসপাতালগুলির মধ্যে মালদা মেডিকেলে প্রথম এই মেশিন বসানো হল।