অবতক খবর, রেজাউল করিম মালদা :-  গঙ্গার ভাঙন প্রতিরোধে স্থায়ী কার্যকরী পদক্ষেপ ও দুর্গতদের পুনর্বাসনের দাবিতে সোমবার অবস্থান বিক্ষোভ করল মালদা জেলা বামফ্রন্ট। এদিন ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে এক ডেপুটেশন জমা দেন একদল প্রতিনিধি । মালদা জেলা বামফ্রন্টের আহ্বানে কালিয়াচক-৩ ব্লকের টাউনশিপ মোড়ে জমায়েত কর্মসূচিতে উপস্থিত ছিলেন , বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, জামিল ফেরদৌশ , মুর্শিদাবাদ থেকে আগত প্রাক্তন সাংসদ আবুল হাসনাত খান।

সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ । অম্বর মিত্র বলেন, গঙ্গার ভাঙনে হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়েছে। গৃহহীন হয়েছেন। বহু স্থান চর হিসেবে জেগে উঠছে। গঙ্গায় জেগে ওঠা চর – জমি প্রকৃত মালিকদের তুলে দিতে হবে। গঙ্গা ও ফুলহার নদী ভাঙনে গৃহহীনদের পুনর্বাসন এর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ।