মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলার লোকশিল্পীদের নিয়ে তিন দিনের কর্মশালা

অবতক খবর,১৯ সেপ্টেম্বর,মালদা:- মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলার লোকশিল্পীদের নিয়ে তিন দিনের কর্মশালা অনুষ্ঠিত হলো। এদিন কর্মশালাটি হয় মালদা জেলা সংগ্রহশালাতে। এদিনের এই কর্মসূচিতে জেলার ২৪টি দল অংশগ্রহণ করে।

এক সময় গম্ভীরা শিল্পের মধ্য দিয়ে মালদা জেলার বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরা হতো। স্বাভাবিক ভাবেই গম্ভীরা শিল্পের একটা কদর ছিল।বর্তমানে তা অনেকটাই কমে গিয়েছে। ২০১১ সালের রাজ্যের শাসক দল ক্ষমতায় আসার পর লোকশিল্পীদের জন্য ভাতা চালু করে।জেলার ২৪ টি দল এই শিবিরে অংশ নেই।জেলায় মোট ৭ হাজার লোকশিল্পী রয়েছে।এরমধ্যে ২ হাজার শিল্পী ভাতা পায়। স্বাভাবিক ভাবেই যারা এই ভাষা থেকে বঞ্চিত তারা বেশিরভাগ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে।হারাতে চলেছে মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্প।