অবতক খবর,মালদা,১৪ মার্চ : মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা শস্য বীমা খরিফ ২০২৪ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে সবুজ পতাকা উড়িয়ে এই ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
এই বীমার অধীন কৃষকরা কি কি সুযোগ-সুবিধা পাবে ? বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই ট্যাবলোতে। দশটি ব্লকের বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে কৃষকদের সচেতন করবে এই ট্যাবলো বলে জানান, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।