অবতক খবর,১০ জানুয়ারি,মালদাঃ- — মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হবিবপুর থানার পুলিশের সহযোগিতায় ,প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতা প্রচার চালালেন হবিবপুর থানার পুলিশ।প্লাস্টিক কতটা ক্ষতিকর তা নিয়ে হরিপুর থানা পুলিশ ও আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল সহ আইহো ব্যবসা সমিতির সভাপতি ডালিম ঘোষ।এলাকার দোকানদারদের নিয়ে প্লাস্টিক বর্জন কর্মসূচি রূপায়ণে উদ্যোগী হল হবিবপুর থানার পুলিশ প্রশাসন ।
এই উপলক্ষে এদিন হবিবপুর থানার পুলিশ অফিসার এবং আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা মিলে সচেতনতামূলক প্রচারাভিযানে নামেন। তারা আইহো বাস স্যান্ডে একটি পথসভার আয়োজন করে। সেই পথ সভার মধ্যেই মাইকের মাধ্যমে বিভিন্ন বক্তব্য রাখেন, উপস্থিত ব্যক্তিবর্গরা।
এদিন দুপুরে আইহো বাজার এলাকায় প্লাস্টিকের বিরুদ্ধে প্রচার চালান। ব্যবসায়ী সহ সাধারণ মানুষজনের কাছে প্লাস্টিক বর্জন করার আবেদন জানান। কোন খাদ্য-খাবার বা জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে না রাখা, প্লাস্টিকে জিনিসপত্র না দেওয়া ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন।