অবতক খবর,১ মার্চ,অভিষেক দাস,মালদা:- মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো মালদা কলেজ অডিটোরিয়ামে।শনিবার দুপুরে তৃণমূলের জেলার নেতা-নেত্রীদের উপস্থিতিতে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এদিন ইংরেজবাজার শহরের মালদা কলেজ অডিটোরিয়ামে জেলা তৃণমূল কমিটির কর্মী বৈঠকে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী , রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন ।

এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক থেকে শুরু করে ব্লক, অঞ্চল সভাপতি, মালদা জেলা পরিষদের তৃণমূলে নির্বাচিত সদস্য, ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, তৃণমূল সুপ্রিমো তথা নেত্রী একজনই। তিনি হলেন মমতা ব্যানার্জি। তাঁর কথাতেই আমাদেরকে সর্বসম্মতি ভাবে কাজ করতে হবে । কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, নিজেদের পথ দখল করে দলের কোন কাজ করছেন না। শুধু ক্ষমতা বা চেয়ার দখল করে বসে থাকলেই চলবে না। দলকে শক্তিশালী করতে হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মালদার বারোটি বিধানসভা কেন্দ্রই আমাদের দখল করে দেখাতে হবে।

এক্ষেত্রে বিভিন্ন স্তরে নেতা-নেত্রীদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম বাড়াতে হবে। শুধুমাত্র পদের লোভে থাকলে এই দলের কোনও জায়গা নেই। দলের জন্য কাজ না করলে ক্ষমতা থেকে বহিষ্কার করা হবে। বক্তব্য রাখতে গিয়ে এমনটাই নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী।