অবতক খবর , অভিষেক দাস, মালদা:- মালদা জেলার বিভিন্ন এলাকা রয়েছে যেখানে ভারতের আইন মানা হয় না। সেইসব এলাকা ইতিমধ্যেই বাংলাদেশ হয়ে যাচ্ছে। এরপর গোটা পশ্চিমবঙ্গই পশ্চিম বাংলাদেশে পরিনত হবে। এভাবেই মালদায় এসে তোপ দাগলেন সায়ন্তন বসু। চায়ে পে চর্চায় তাঁর এহেন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
আগামী ৪ ডিসেম্বর উত্তরকন্যা অভিযান বিজেপির। নবান্ন অভিযানের মতোই একইভাবে মিছিল করে উত্তরকন্যায় অভিযান চালানো হবে বলে জানালেন সায়ন্তন বসু। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন,শাড়ি পরা হিটলারের বিরুদ্ধে যারাই বিজেপিতে আসবে তাঁদের সকলকে স্বাগত।
তাঁর কথায় আগামী দিনে কালিঘাট প্রাইভেট লিমিটেডে দুজন ব্যক্তি ছাড়া আর কেউ থাকবে না। মালদার সুজাপুর প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে আরও অনেকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁদের দেহ ‘গুম’ করে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। আর সেই কারনেই এনআইএ তদন্তের দাবি তোলেন সায়ন্তন বসু।