হক \জাফর ইমাম:: অবতক খবর :: ৪ঠা,ডিসেম্বর :: মালদা :: মঙ্গলবার সন্ধ্যায় আদালতের পুলিশ লকআপে অসুস্থ হয়ে মৃত্যু হল মালদা জেলা সংশোধনাগারে বিচারাধীন থাকা এক বন্দির।
পুলিশ সূত্রে জানা গেছে এক বছর তিন মাস আগে স্ত্রী চান্দি পাহাড়িকে খুন করার অভিযোগে স্বামী সুরেন পাহাড়িকে (৫০) পুলিশ গ্রেফতার করেছিল।
এদিন মালদা জেলা আদালতে ওই মামলার সাক্ষীদের শুনানি ছিল এবং সেজন্য সুরেনকে জেল থেকে আদালতে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সাক্ষীরা না আসায় শুনানি হয়নি। সন্ধ্যা নাগাদ আদালতের পুলিশ লকআপে অসুস্থ হয়ে পড়েন সুরেন।
তাকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তার মেয়ে সোনামণি পাহাড়ির অভিযোগ করে বলেন বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সে কারণে বাবা মানসিক অবসাদে ভুগছিল। কিন্তু জেলে বাবার সঠিক চিকিৎসা হয়নি।