হক জাফর ইমাম :: অবতক খবর :: ১০ই,ডিসেম্বর :: মালদা ::: হক জাফর ইমাম, মালদা: পি এইচ ই অফিসে শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে পি এইচ ই অফিসে। ঘটনায় টাউন লাইব্রেরী বারো ডাঙ্গা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নিভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারেনি, পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
গ্রামবাসির অভিযোগ, পি এইচ ই অফিস সব সময় তালা বন্ধ থাকে, তার ফলে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, কোন অভিযোগ জানাতে গেলে অফিসে তালা বন্ধ থাকে, কোন কর্মীকে পাওয়া যায় না।সোমবার বিকেল চারটে নাগাদ পি এইচ ই অফিস থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা। প্রথমে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।আগুন নিয়ন্ত্রণ না হলে তারা খবর দেন দমকল দপ্তরে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন, তালা বন্ধ থাকায় তালা ভেঙ্গে ঢুকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ এ আনে। তবে অল্পের জন্য রক্ষা পায় আশপাশের বাড়িগুলি। গভীর রাতে এ ধরনের ঘটনা ঘটলে বড়োসড়ো অগ্নিকাণ্ড ঘটে যেতে পারতো বলে মনে করেছে স্থানীয় বাসিন্দারা।