অবতক খবর,১লা জানুয়ারি,অভিষেক দাস,মালদা:- বছরের প্রথম দিনে কেউ ব্যস্ত পিকনিকে আবার কেউ ব্যস্ত উৎসবের মেজাজে কিন্তু মালদার মোথাবাড়িতে ধরা পড়লো এক আলাদা ছবি রাজ্য সরকারের সার্বিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

কলকাতার “কথাকও” নামক একটি নাট্য সংস্থার সহযোগিতা নিয়েই বুধবার বছরের শুরুতেই মোথাবাড়ির বিভিন্ন এলাকায় এই পথনাটিকা অনুষ্ঠিত হয়। যেখানে জল জীবন মিশন প্রকল্প, সুলভ শৌচালয়, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডারের মতোন নানান সরকারি সুবিধামূলক প্রচার তুলে ধরা হয়।

কিভাবে এইসব প্রকল্পের ক্ষেত্রে আবেদন করা সম্ভব এবং কারা এসব প্রকল্পের সুবিধা পাবেন সেই বিষয়গুলি নিয়েও এদিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে এই পথনাটিকাটি অনুষ্ঠিত হয়।

এদিন সকাল থেকেই বিকেল পর্যন্ত মোথাবাড়ি, বাঙ্গিটোলা, পঞ্চানন্দপুর সহ একাধিক এলাকায় পৃথক পৃথকভাবে পথনাটিকা অনুষ্ঠিত হয়। প্রতিটি জায়গায় মন্ত্রীকেও উপস্থিত হতে দেখা যায়। সংশ্লিষ্ট নাট্য সংস্থার সঙ্গে মিশেও অক্ষরে অক্ষরে সরকারি সুবিধার বিষয়গুলি বোঝান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। গ্রামবাসীরাও মন দিয়ে এসব বিষয়গুলি শোনেন।