অবতক খবর,মালদা,১১ মে:-মালদার মানিকচকে প্রায় চল্লিশটি সংখ্যা লঘু পরিবার ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে তুলে নিলেন।বিগত কয়েকদিন আগেই মালদার মানিকচকের এনায়েতপুর ময়দানে নব জোয়ার কর্মসূচী ও জন সংযোগ যাএার মাধ্যেমে জনসভা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জী।

সেই জনসভার একমাস কাটতে না কাটতে মানিকচকের এনায়েতপুর অঞ্চল থেকে প্রায় চল্লিশটি সংখ্যা লঘু পরিবারের আনুমানিক একশো জন পুরুষ মহিলা বিজেপিতে যোগদান করেন দাবি বিজেপি নেতৃত্বের। বৃহস্পতিবার দুপুর নাগাদ মানিকচক ব্লক বিজেপি পাটীর প্রধান কার্যলয়ে যোগদান কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।এদিন উপস্থিত ছিলেন দক্ষিন মালদা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,দক্ষিন মালদা বিজেপি সংখ্যা লঘু মোর্চার সভাপতি আব্দুর সালাম সহ বিজেপি নেতৃত্ব।এবিষয়ে দক্ষিন মালদা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল জানান,তৃণমূল কংগ্রেস দলটি পচে গেছে।এই দলের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই।

আজ সাধারণ মানুষ বুঝতে পেরেছে ভারতী জনতা পাটী সাম্প্রদায়িক দল নয়।তাই আজ মানিকচকের এনায়েতপুর অঞ্চল থেকে একশো জন পুরুষ মহিলা বিজেপিতে যোগদান করেছেন।