অবতক খবর,১লা জানুয়ারি,অভিষেক দাস,মালদা:- রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের মালদার কৃতি ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ,ব্যাগ,বই, স্মার্ট ওয়াচ সহ বিশেষ উপহার দিয়ে সম্মান জানানো মালদা জেলা প্রশাসন। বুধবার বিকালে মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সাবিত্রী মিত্র, চন্দনা সরকার,সমর মুখার্জী,ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। এদিন জেলার ৩০ জন মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের কৃতি ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ, ব্যাগ সহ নানান শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।

এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যস্তরে তৃতীয় স্থানাধিকারী কৃতি ছাত্র অভিষেক গুপ্ত বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগ আমরা সাধুবাদ জানাচ্ছি। ছাত্রছাত্রীদের এভাবে উৎসাহ দেওয়ার হলে শিক্ষার মান অনেকটাই উন্নত হবে। আমরা চাই উচ্চশিক্ষার ক্ষেত্রেও যাতে এভাবেই প্রশাসন সহযোগিতা করে।
এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, গ্রামীনস্তরে শিক্ষাকে ক্ষেত্রকে অর্থনৈতিক সরলরীকরণ করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যার জন্যই এভাবেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের কৃতি ছাত্র-ছাত্রীদের নানান উপহার দিয়েই সম্মান জানানো হয়েছে।