অবতক খবর,১৭ ডিসেম্বর:মালদা:- মালদার কালিয়াচকে দমকল কেন্দ্র এবং বিদ্যুতের সাবস্টেশন তৈরির জন্য জমি পরিদর্শন। কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরির জন্য নজরে এল প্রশাসনিক তৎপরতা। তৎপরতার অঙ্গ হিসেবে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জমি পরিদর্শন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি কালিয়াচক দমকল কেন্দ্র তৈরির জন্য যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে সরকারি জমি পরিদর্শন করেন।
পাশাপাশি কালিয়াচকে বিদ্যুতের একটি নতুন সাব’ স্টেশন তৈরির জন্য নওদা যদুপুর অঞ্চল এলাকায় দুটি জমি পরিদর্শন করা হয়। এদিন জমি পরিদর্শনে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও হাজির ছিলেন মালদার মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ ব্লক প্রশাসন ও জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ আব্দুর রহমান সহ জনপ্রতিনিধিরা। জমি পেলে খুব শীঘ্রই সরকারি অনুমোদন নিয়ে কাজ শুরু করা হবে বলে এদিন জানান উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।