অবতক খবর,৩১ জানুয়ারি,অভিষেক দাস,মালদা:- মালদার ঐতিহ্য গম্ভীরা গানের মধ্য দিয়ে শুক্রবার মোথাবাড়ি অঞ্চলের দুয়ারে সরকার ক্যাম্প নজর কারলো সবার ।
আব্বাসগঞ্জ হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গণে এই দিন ছিল দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্পে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক এর উদ্যোগে অনুষ্ঠিত গম্ভীরা গান এক অন্য নজির গড়েছে ।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বাণীব্রত দাস, মোথাবাড়ি দুই চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায় ও অঞ্জন লাহা।।
বিভিন্ন প্রকল্পগুলির টেবিল বসানো হয় এই ক্যাম্পে এবং এ ক্যাম্প থেকে সাধারণ মানুষ যাতে ঠিকঠাক পরিষেবা নিতে পারে সেদিকে নজর রাখছিল মোথাবাড়ি অঞ্চলের প্রধান সহ একাধিক জনপ্রতিনিধিগণ।
দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন ভুক্তভোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।।
এই ক্যাম্পে আনুমানিক ৩৭ টি টেবিল ছিল তার মধ্যে আইসিডিএস কর্মীদের দ্বারা তৈরি বিভিন্ন খাবার নজর কেড়েছে সকলেরই ।
দিনভর চলে দুয়ারে সরকার ক্যাম্প । সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সবমিলিয়ে যেন মেলার রূপ ধারণ করেছে মোথাবাড়ি অঞ্চলের এই দুয়ারে সরকার শিবির ।