অবতক খবর,২৩ জানুয়ারি,মালদা:- মাধ্যমিক পরীক্ষার সামনে মালদার এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণের অভিযোগ। অপহরণের পর সাতদিন কাটতে চললেও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অপহৃত নাবালিকার পরিবারবর্গ। ঘটনায় তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করল বিজেপি।
পাল্টা বিজেপিকে একহাত নিল তৃণমূল। জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ১৭ তারিখ মালদার মানিকচক থানা এলাকায়। অপহৃত নাবালিকার বাবা-মায়ের অভিযোগ, ওইদিন তারা বিশেষ কাজে মালদা শহরে এসেছিলেন। ওই সময় বাড়ির সামনে থেকে তাদের মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়। বিষয়টি জানতে পেরে পরদিন তারা মানিকচক থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
তাই বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। তারা চান পুলিশ দ্রুত মেয়েকে উদ্ধার করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি গোটা ঘটনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। যার পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তার বক্তব্য পুলিশ ঘটনার তদন্ত করছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের ধরে শাস্তির ব্যবস্থা করবে।