অবতক খবর,৫ মার্চ: মালদার ইংরেজ বাজারে ভুয়া ভোটারের হদিস। বিহারের বাসিন্দার নাম রয়েছে মালদার ইংরেজবাজার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে। ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুন্ডুকে সাথে নিয়ে ভুয়ো ভোটারের হদিশ পেলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আসিস কুন্ডু।
আদিত্য কুমার চৌধুরী, ত্রিপুরা কুমারী চৌধুরী, মালদার ১৮ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় নাম রয়েছে এই দুজনসহ আরো বেশ কয়েকজনের। আবার বিহারের ভোটার তালিকা তো নাম রয়েছে তাদের। বাড়ি বাড়ি ঘুরে যদিও এইসব ভোটারের কোন হদিস পেলেন না তৃণমূল নেতৃত্ব।
কার্যত ভুয়া ভোটারই ঢোকানো হয়েছে বলে অভিযোগ তুললেন ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুন্ডু ও জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুন্ডু। আর এই ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে তুঙ্গে মালদার রাজনীতি।