অবতক খবর,৬ মার্চ,মালদা:- মালদার ইংরেজ বাজারের অতুল মার্কেট সংলগ্ন ছানা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রায় ১০০ ছানা ব্যাবসায়ী বিভিন্ন দাবি নিয়ে এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রতিনিধিত্ব করেন ছানা ব্যবসায়ী বাপি ঘোষ।

ছানা ব্যবসায়ী বাপি ঘোষ জানান কিছু অসাধু ব্যক্তি জোরপূর্বক ছানা ব্যবসায়ীদের কাছে প্রতিদিন টাকা আদায় করে কিন্তু ছানা ব্যবসায়ীদের কোনরকম সুযোগ-সুবিধা নেই। রাতে ছানা বাজারে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা কোন তোলাবাজি চলতে দেব না তার পাশাপাশি কেউ যদি গায়ের জোর খাটায় তাহলে আমরা এরপরে প্রশাসনের দ্বারস্থ হবো।