অবতক খবর,২৯ জানুয়ারি,অভিষেক দাস,মালদা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় এবং রাজ্য সরকারের উদ্যোগে মালদায় শুরু হলো আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা । বুধবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না । তাঁর সঙ্গে ছিলেন সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ প্রশাসনের পদস্থ কর্তারা।

এদিন মালদা কলেজ মাঠে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার অনুষ্ঠিত হয়। এই মেলা চলবে আগামী ৪ ঠা ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১১টি জেলার মোট ৭ হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই মেলায় অংশ নিয়েছেন। ৬৫টি স্টল রয়েছে মেলাতে। বিভিন্ন ধরনের হস্ত প্রদর্শনী, ঘরোয়া শিল্প, খাওয়ারের স্টল রয়েছে এই মেলায়। সম্পূর্ণ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন ধরনের ঘরোয়া সামগ্রী এই মেলায় নিয়ে হাজির হয়েছেন।

এদিন মেলায় উপস্থিত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা জানিয়েছেন , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বনির্ভর গোষ্ঠীগুলিরদের সাবলম্বী করার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এরকম ভাবে যদি প্রতিটি জেলায় মেলা অনুষ্ঠিত হয়, তাহলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের কাজ সম্পর্কে মানুষ আরও বেশি করে জানতে পারবে। জেলায় এ ধরনের মেলা চললে অর্থনীতি উন্নয়ন বাড়বে সেই জন্য তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।