হক জাফর ইমাম :: অবতক খবর ::মালদা :: মালদা ইংলিশ বাজার থানার অন্তর্গত মিল্কি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার রাত ১০:৩০ নাগাদ মিল্কী হাটখোলা হঠাৎ ওই এলাকার কয়েকটি দোকানে আগুন লাগে। সেই আগুন আস্তে আস্তে বারতে থাকে ছড়াতে থাকে।

পাশের থাকা চাটাই ফেক্টরি থেকে আগুন টি আশপাশের কয়েক টি দোকানে ছড়িয়ে পড়তে থাকে, তবে দোকান গুলির ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে ঘটনা স্থলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এলাকা বাসিন্দারা জানান হঠাৎ করে আগুন দেখা গিয়েছে রাত ১০;৩০ মিনিটে কি করে আগুল লাগলো কিছু বুঝতে পারা যাচ্ছে না দোকান গুলিতে বেশ কিছু দোকান পুরে গিয়েছে।বেশ কিছু দোকানের ক্ষতি হয়েছে। দমকল বাহিনী ও পুলিশ প্রশাসনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।









