অবতক খবর,৬ মার্চ,মালদা: সাতসকালে মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল তিনজনের আহত একজন। মালদার গাজলের হিয়াঘর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে এক অজানা গাড়ি ধাক্কা মারল টোটকে ঘটনাস্থলেই তিনজন মারা যায় একজন গুরুতর আহত হয়। যদিও ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ।
জানা গেছে দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজোলে যাচ্ছিল কেউ যাচ্ছিল মাছ বিক্রি করতে কেউ বা আবার আড়ত থেকে সবজি কিনতে যাওয়ার জন্য যাচ্ছিল। গাজোল যাওয়ার পথেই গঙ্গারামপুর গামী অজানা গাড়ি ধাক্কা মারে ।
ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ ছুটে যায় মৃতদেহ গুলোকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে একজন আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তার অবস্থা আশঙ্কা জনক। ওই ব্যক্তিদের নাম, নিজামুদ্দিন সেখ বয়স ৫৫ । অন্যদিকে মৃতদের নাম ললিত ভুইমালি (৬০), আলতাফ হোসেন (৪২) , শামসুদ্দিন শেখ (৬০)। ঘটনাটা ঘিরে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়।