অবতক খবর,২৯ জানুয়ারি,মালদা:- মালদায় ভাঙ্গন কবলিত ও নদীর তীরবর্তী এলাকায় কালিয়াচক ৩ ব্লক প্রশাসনের উদ্যোগে নৌকাতেই বসলো দুয়ারে সরকার ক্যাম্প। এদিন দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো কালিয়াচক ৩ ব্লকের বীরনগর দুই গ্রাম পঞ্চায়েতের রাজনগর গঙ্গায় নৌকাতেই।
শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প নবম পর্যায়ের পরিসেবা প্রদান শিবির ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ টি পরিষেবা নিয়ে , চতুর্থ দিনেও চলছে দুয়ারে সরকার ক্যাম্প কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের রাজনগর গঙ্গায় নৌকায় উপস্থিত রয়েছেন কালিয়াচক ৩ ব্লকের বিডিও সুকান্ত শিকদার, কালিয়াচক ৩ ব্লকের ব্লক স্বাস্থ্য দপ্তর আধিকারিক সেখ অবাইদুল্লাহ, কালিয়াচক ৩ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ, বিননগর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সিম্পা সরকার, সহ সমস্ত দপ্তরের আধিকারিকগন ও জন প্রতিনিধিরা। এদিন দুয়ারে সরকার শিবিরে এসে ভাঙ্গন কবলিত ও বন্যা কবলিত এলাকার বাসিন্দারা ব্লক প্রশাসনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।