অবতক খবর,৮ জানুয়ারী,অভিষেক দাস,মালদা:- মালদায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার। ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল মালদা পুলিশ। বৈষ্ণবনগরের কুম্ভিরা আউটপোষ্টের খোসালপাড়া এলাকায় পুলিশি অভিযান। এলাকার কুখ্যাত দুষ্কৃতী বর্তমানে জেল হেফাজতে থাকা রুবেল শেখের বাড়ির কাছেই উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট।
উদ্ধার হওয়া নোটের মধ্যে রয়েছে পাঁচশো টাকার এবং দুশো টাকার নোট। পাঁচশোর নোটের প্রায় ১৯ লক্ষ এবং দুইশো মূল্যের নোটে প্রায় এক লক্ষ টাকা উদ্ধার হয়েছে । তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কে বা কারা এত বিপুল পরিমাণ জাল নোট ওই এলাকায় এনেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
এরআগে মালদায় বিভিন্ন সময় পাঁচশো টাকার জাল নোট ধরা পড়লেও দুইশো টাকার জাল নোট সেভাবে ধরা পড়েনি।। ফলে এইবার ৫০০ টাকার নোটের পাশাপাশি ২০০ টাকার জাল নোট ধরা পড়ায় বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে পুলিশ। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।