অবতক খবর,২৪ ফেব্রুয়ারি, মালদা:- মালদায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। সংঘর্ষের জেরে আহত তৃণমূলের চারজন কর্মী।অভিযোগের তীর বিজেপি কাউন্সিলারের স্বামী ও তার দল বলের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের লোলাবাগ এলাকায়।ঘটনার অভিযোগ দায়ের মালদা থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
আহতরা হলেন শেখ আজহার বয়স(২৫)বছর। অভিজিৎ হালদার বয়স (২৮ বছর অর্ণব দাস বয়স(২৫)বছর ও অরিন্দম মৈত্র বয়স(২৭) বছর। তাদের প্রত্যেকের বাড়ি মালদা থানার সুরি পাড়া, ধোপাপারা এলাকায়। অভিযুক্তরা হল তিন নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর স্বপ্না হালদারের স্বামী গণেশ হালদার, সুমিত হালদার, অমিত দত্ত সহ তার দল বলের বিরুদ্ধে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বিজেপি কাউন্সিলের স্বামী ও তার দলবলের বিরুদ্ধে অসামাজিক কর্মের অভিযোগ ওঠে। এই নিয়ে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল আগেই। অরিন্দম মৈত্র নামে ওই তৃণমূল কর্মীকে প্রথমে গালিগালাজ করে, এর প্রতিবাদ করতে গেলেই তাকে বেধড়ক মারধোর করে। খবর পেয়ে ছুটে আসে বাকি তৃণমূল কর্মীরা। তাদেরকেও বেধড়ক মারধোর করার অভিযোগ উঠে বিজেপি কাউন্সিলর এর স্বামী সহ তার দল বলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার লোলা বাগ শ্মশান এলাকায়। আহতদের কে প্রথমে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।