অবতক খবর,হরিশ্চন্দ্রপুর,২৪ জানুয়ারি:২৫ তারিখ রাজ্যে ঢুকছে ভারত জোড়ো ন্যায় যাত্রা।কোন রুটে এগোবেন রাহুল?
কবেই বা মালদার হরিশ্চন্দ্রপুরে আসছেন?সেই সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দিলেন প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী।লোকসভা ভোটের আগে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা।মণিপুর থেকে শুরু হয়েছে সেই যাত্রা।বিভিন্ন রাজ্য ঘুরে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বাইতে।এরই মাঝে আগামী ২৫ তারিখ রাহুল গান্ধীর সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাটে প্রবেশ করবে।তারপর আলিপুরদুয়ার,
জলপাইগুড়ি,দার্জিলিং,উত্তর দিনাজপুর,মালদা,মুর্শিদাবাদ হয়ে যাবে বিহারের পথে।আগামী ৩১ জানুয়ারি হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকা মহারাপাড়ায় পৌঁছাবে রাহুল গান্ধীর যাত্রা।এরপর খোপাকাটি ও তেলজান্না মোড় হয়ে ভালুকায় পৌঁছাবে।
এরপর ভালুকায় ডাক বাংলোতে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছেন কংগ্রেসের নেতাকর্মীরা। হরিশ্চন্দ্রপুর এলাকার কংগ্রেস কর্মীদের ও সেই সঙ্গে বাংলার আপামর মানুষকে রাহুল গান্ধীজির নেতৃত্বে এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা,তাকে সমর্থন,সহযোগিতা ও অংশগ্রহণ করার জন্য প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন জিয়াউর রহমান চৌধুরী।