অবতক খবর,১৯ ডিসেম্বর,মালদা:- মালদায় আবারো সরকারি জমি জবরদখলের অভিযোগ। তবে এবারে শুধু জবরদখল নয়, প্লট করে সরকারি এই জায়গা বিক্রি হল ১৫ লাখ, ২০ লাখ টাকা করে কাঠা দরে। এদিকে খবর পাওয়ার পরই সরকারি সেই জায়গা পুনরুদ্ধারে তোড়জোড় শুরু করল মালদা জেলা পরিষদ।
জানা যায় মালদা শহর লাগোয়া চন্দন পার্ক থেকে বাগবাড়ি পর্যন্ত মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে থাকা সরকারি জমি জবরদখল করে বিক্রি করে ফেলেছে কিছু মাটি মাফিয়া।
গড়ে উঠেছে দোকান এবং বহু তল। অভিযোগ পাওয়ার পর মালদা জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং মালদা জেলা পরিষদের পক্ষ থেকে সেই জায়গা পরিদর্শন করা হয় আজ। এরপর জমি উদ্ধারে সরেজমিনে খতিয়ে দেখে শুরু হয় মাপ যোগ। জানা গেছে, প্রায় ১০ বিঘা জমি জবরদখল হয়ে রয়েছে এখানে। তবে অনুমান করা হচ্ছে প্রায় ১৮ বিঘা জমি রয়েছে এখানে।
তবে যদিও মাপ যোগ প্রক্রিয়া শুরু হয়েছে আগামী এক দিন বা দুদিনের মধ্যেই স্পষ্ট হবে কতটা জমি জবর দখল হয়ে রয়েছে। এমনটাই জানান মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ শেখ।
অন্যদিকে এই বিষয় সরকারি জায়গায় দোকান করে বসা এক বাসিন্দা ইসানুর বাসা জানান, সরকারি জায়গার পেছনের অংশ তার। কিন্তু তিনি নিজে স্বীকার করেছেন নিজস্ব রায়তি সম্পত্তিতে নয় সরকারি জায়গা দখল করেই তিনি দোকান নির্মাণ করেছেন।