অবতক খবর,৩১ ডিসেম্বর: মালদহে জেলাশাসকের দপ্তরের সামনে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত পাঁচজন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরের বোর্ড লাগানো গাড়ি। এরপর গাড়িতে একটি দোকানে ধাক্কা মেরে থেমে যায়।
গাড়ি থেকে ধোঁয়া বের হতেও দেখা যায়। জনবহুল ওই এলাকায় দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গুরুতর জখম মহিলা,শিশুসহ পাঁচজন। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ।
এই এলাকায় রয়েছে জেলাশাসকের দপ্তর, মালদা জেলা আদালত। পরিবহন দপ্তরের বিভিন্ন এজেন্ট রাও ওই এলাকায় রাস্তার দু’ধারে দোকান করে কাজকর্ম চালান। দুর্ঘটনার সময় এলাকায় যথেষ্ট ভিড় ছিল। এরইমধ্যে অত্যন্ত দ্রুতগতিতে গাড়িটি এলাকায় ঢুকে পড়ে দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনায় গাড়িটির ক্ষয়ক্ষতি হয়। ওই গাড়িতে পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল। ঘটনার পর গাড়ি চালককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে আটক করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ।