অবতক খবর,চাঁচল,২৯ জানুয়ারি: মহকুমা গঠনের প্রায় আড়াই দশক বাদে মালদহের চাঁচলে চালু হল মহকুমা উপভোক্তা বিষয়ক দফতর তথা ক্রেতা সুরক্ষা দফতর।
মালদহের মহকুমা চাঁচলে চালু হল ক্রেতা সুরক্ষা দপ্তর। চাঁচলের প্রশাসনিক ভবনে এই অফিস চালু হয়েছে বুধবার থেকে।এদিনে অফিস উদ্ধোধনে উপস্থিত হয়েছিলেন উপভোক্তা বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত,ওই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র ও রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের বিশেষ সচিব রুমেলা দে,চাঁচলের মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায়,জেলাপরিষদের সহসভাপতি রফিকুল হোসেন ও মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি সহ অন্যান্যরা।প্রশাসনিক ভবনের চতুর্থ তলে ফিতে কেটে ও ফলক টেনে কার্যালয়ের উদ্ধোধন করেন মন্ত্রীরা।
এতদিন মহকুমাস্তরে উপভোক্তা বিষয়ক দফতর না থাকায় জেলা থেকে কাজকর্ম নিয়ন্ত্রিত হত।এখন থেকে উপভোক্তারা এখানেই সেই সুযোগ সুবিধা পাবেন বলে মন্ত্রী জানিয়েছেন।উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আদিবাসী নৃত্য এবং জেলার শিল্পী সংসদের সমবেত কন্ঠে, দপ্তরের শুভ সূচনা হয় বুধবার।প্রত্যারিত ক্রেতা এখানে সহজে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।