অবতক খবর, সংবাদদাতা :: গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ব্রাউন সুগার সমেত তিন যুবককে গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বালিয়াডাঙায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় । পুলিশ তিন যুবককে তারা ধরে ফেলে। তাদের কাছথেকে বাজেয়াপ্ত করা হয় তাদের মোটরবাইকটি।

যে তিন জন কে পুলিশ গ্রেফতার করেছে তাদের নাম সায়েক শেখ (২৭), আর্শাদ শেখ (২২) ও মেহবুব আলম ওরফে লিটন (২১)।এরা সকলেই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা।পুলিশের দাবি ধৃতদের কাছ থেকে ২৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে ।