অবতক খবর,২৯মে: আজ মালঞ্চ প্রমোদ পল্লী খেলার মাঠে ১৫০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। সেখানে উপস্থিত ছিলেন নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক, উপস্থিত ছিলেন ব্যারাকপুরের অবজারভার সুবোধ অধিকারী, বীজপুরের যুবনেতা কমল অধিকারী ও জেঠিয়া যুব নেতা মদন বিশ্বাস সহ অনন্যা তৃণমূলের কর্মী বৃন্দ।









