অবতক খবর :: শিলিগুড়ি ::    আজ শিলিগুড়ির খাপড়াইল মোড়ে একটি মারুতি গাড়ি উলটে গিয়ে দুর্ঘটনা ঘটায়। মারুতিটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় এবং একটি গাছে গিয়ে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মারুতি চালক সহ তিনজন আহত হন। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর।

এই দুর্ঘটনায় মারুতির ইঞ্জিনটি সম্পুর্ন নষ্ট হয়ে যায়। সাতসকালে এই দুর্ঘটনা ঘটায় আশেপাশের মানুষ প্রথমে বুঝতে পারেন নি। পরে আহতদের চিৎকার শুনে তারা দৌড়ে এসে আহতদের স্থানীয় একটি নার্সিংহোমে পাঠান। মারুতি গাড়ির চালক সহ তিনজনকেই ভর্তি করেন তারা।