অবতক খবর,২০ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: চাষের জমির জল নিয়ে বচসার জেরে মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের গনগনিয়া গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায় ধৃত নাম অরুপ ঘোষ, বাড়ি গনগনিয়া।
বোরো চাষে জলের সমস্যা মেটানোর জন্য শুক্রবার বিকালে চাষীদের মধ্যে আলোচনা চলছিল, সেই সময় কোন কারণে ধৃত অরূপ ঘোষের সঙ্গে বচসা শুরু হয়। তখনই অরূপ গ্রামেরই এক চাষী চঞ্চল ঘোষ কে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আহত চঞ্চল ঘোষ কে তড়িঘড়ি মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসে গ্রামের বাসিন্দারা।
আহত চঞ্চল ঘোষ মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে অরূপ ঘোষকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
আহত চঞ্চল ঘোষ চিকিৎসাধীন রয়েছে।