অবতক খবর :: শিলিগুড়ি :: ৫মে ::    করোনা সংক্রমণ প্রতিরোধে সবথেকে বড় যেটা সেটা হল আমজনতার সচেতনতা; সে সামাজিক দূরত্ব বজায় রাখা হোক বা নিজেকে সচেতন রাখা।

যেমন ডুয়ার্সের মেটিলিতে একটি রেশনের দোকানের চিত্র। এই পাহাড়ি এলাকাতে স্থানীয় মানুষেরা এত শিক্ষিত নন,কিন্তু করোনা সংক্রান্ত সচেতনতায় তারা শিক্ষিত সমাজকেও দশ গোল দেবে। প্রথম থেকেই নিজেরাই নিজেদের মধ্যে যথেষ্ট সামাজিক দুরত্ব বজায় রেখে চলেছেন। এতে একদিকে যেমন রেশন ডিলার‍দের সুবিধা হয়েছে, তেমনি নিশ্চিত স্থানীয় প্রশাসনও। সেখানকার স্থানীয় বিডিও নিজে দাঁড়িয়ে থেকে রেশন নেবার কাজ পরিচালনা করছেন।