অবতক, ২৩ ফেব্রুয়ারিঃ বীজপুর উত্তীর্ণ-এর পক্ষ থেকে সমগ্ৰ বীজপুরে 100 গরিব ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের কাছে বাড়ি বাড়ি গিয়ে খাতা ও পেন বিতরণ করে। এলাকায় সরাসরি জনসংযোগের জন্য তারা এই কর্মসূচি গ্রহণ করেন, বলে জানান অন্যতম নেতৃত্ব পঞ্চানন দাস। গরিব ও অসহায় মানুষের পাশে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার পঞ্চানন দাস,সভাপতি প্রাণেশ্বর মন্ডল,সম্পাদক প্রদীপ দাস ও অন্যান্য সদসারা।