অবতক খবর,১২ ডিসেম্বর,মালদা:- রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে কালিয়াচবাসীর। দীর্ঘদিনের দাবি পুরনো হতে চলেছে।মালদার কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য জমি দেখার কাজ চলছিল দীর্ঘদিন ধরে।
সেই জমি দেখার পর্ব সম্পন্ন হল বৃহস্পতিবার। কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য অবশেষে জমি চিহ্নিত করা হল কালিয়াচকের যদুপুরে। এদিন জেলা ও ব্লক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে যদুপুরে গিয়ে দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য জমি চিহ্নিতকরণের কাজ সম্পন্ন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
সঙ্গে ছিলেন মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, কালিয়াচক- ১নং ব্লকের বিডিও’ সত্যজিৎ হালদার, জেলাপরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সর্বসম্মতিক্রমে কালিয়াচক দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য যদুপুরে জমি চিহ্নিত করেন এবং আগামী দিনে এই জমির উপরেই কালিয়াচক দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে।
এতদিন ধরে কোথাও আগুন লাগলে মালদা থেকে দমকল যেত কাজেই অনেকটা সময় লাগতো। সেই কারণে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তোলার আর কালিয়া চক, সুজাপুরের কথা মাথায় রেখে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে কালিয়াচকবাসীর। আর এই দাবি পূরণ হওয়ার জন্য তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।